menu-iconlogo
logo

Dil Ki Doya

logo
بول
দিন দুনিয়ার মালিক খোদা

দিল কি দয়া হয়না?

তোমার দিল কি দয়া হয় না?

তোমার দিল কি দয়া হয় না?

কাঁটার আঘাত দাওগো যারে, তাঁর...

কাঁটার আঘাত দাওগো যারে, তাঁর

ফুলের আঘাত সয় না

তোমার দিল কি দয়া হয় না?

দিন দুনিয়ার মালিক খোদা

তোমার দিল কি দয়া হয় না?

তোমার দিল কি দয়া হয় না?

সব দিয়ে যার সবই কেড়ে নাও

সব দিয়ে যার সবই কেড়ে নাও

তার তো প্রাণে সয় না

তোমার দিল কি দয়া হয় না?

দিন দুনিয়ার মালিক খোদা

তোমার দিল কি দয়া হয় না?

সেই দুঃখেতে বন্ধুকে মোর

সেই দুঃখেতে বন্ধুকে মোর

কবরে শোয়াইরে

দম যেনো মোর যায়

আহা দম যেনো মোর যায়

দিন দুনিয়ার মালিক খোদা

দিল কি দয়া হয়না?

তোমার দিল কি দয়া হয় না?

তোমার দিল কি দয়া হয় না?

যেই পথেতে কাঁটায় ঘেরা

কোন বা পথে চলবে?

আহা কোন বা পথে চলবে?

যে মুখে তার ব্যথায় ভরা

যে মুখে তার ব্যথায় ভরা

কোন বা মুখে বলবে?

আহা কোন বা মুখে বলবে?

দিন দুনিয়ার মালিক খোদা

দিল কি দয়া হয়না?

তোমার দিল কি দয়া হয় না?

তোমার দিল কি দয়া হয় না?

দিন দুনিয়ার মালিক খোদা

দিল কি দয়া হয়না?

তোমার দিল কি দয়া হয় না?

তোমার দিল কি দয়া হয় না?

তোমার দিল কি দয়া হয় না?

Dil Ki Doya بذریعہ Paban Das Baul/Sam Mills - بول اور کور