menu-iconlogo
huatong
huatong
avatar

churi korecho amar monta

Pantho Kanaihuatong
nataliebulgerhuatong
بول
ریکارڈنگز
চুরি করেছো আমার মনটা

হায়রে হায় মিস লঙ্কা

চুরি করেছো আমার মনটা

হায়রে হায় মিস লঙ্কা

ঝড়ো হাওয়া যেন যৌবনটা

হায়রে মিস লঙ্কা

চুরি করেছো আমার মনটা

হায়রে হায় মিস লঙ্কা।

মনের খবর হায় ছিলোনা জানা...

তোমার বাড়ি তাই ছিলোনা চেনা

লগ্ন এলো এতদিন পড়ে

আখি মেলে চেয়ে দেখো না।

মনের খবর হায় ছিলোনা জানা...

তোমার বাড়ি তাই ছিলোনা চেনা

লগ্ন এলো এতদিন পড়ে

আখি মেলে চেয়ে দেখো না।

অন্তরে আজ বাজে ডঙ্কা

হায়রে হায় মিস লঙ্কা।

চুরি করেছো আমার মনটা

হায়রে হায় মিস লঙ্কা

লাজুক বদন কেন কাঁপছে

কে জানে মন কি ভাবছে।

চোখে চোখে কিছু বলো না

মনের সাগরে ঢল নামছে।

লাজুক বদন কেন কাঁপছে

কে জানে মন কি ভাবছে।

চোখে চোখে কিছু বলো না

মনের সাগরে ঢল নামছে।

মসুম এলে যেন আচমকা

হায়রে হায় মিস লঙ্কা।

চুরি করেছো আমার মনটা

হায়রে হায় মিস লঙ্কা।

Pantho Kanai کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے