menu-iconlogo
huatong
huatong
popeye-bhalobasha-baki-popeye-cover-image

Bhalobasha Baki-Popeye

Popeyehuatong
NeazAhammedhuatong
بول
ریکارڈنگز
কিছুক্ষণ থেকে যাও, যেও না এখনই

তোমাকে দু' চোখ ভরে দেখার আরও যে বাকি

কাছে এসে জড়িয়ে ধরা বাকি

"ভালোবাসি তোমাকে" বলা বাকি

যত ব্যথা তোমার নিজের করা বাকি

এ জীবন তোমার নামে লেখা বাকি

যখনই তুমি কাছে, সময় কাটে হেসে

লাগে জানালা তুমি বদ্ধ এই মনে

বিষণ্ণতা কেটে যায় তোমারই ছোঁয়ায়

যে ছোঁয়া আমার আরও চাওয়া বাকি

একই সাথে সকাল দেখা বাকি

সাগরতরে মিলে ভেজা বাকি

যত কথা তোমার বলার– শোনা বাকি

এ জীবন তোমার নামে করা বাকি

রাঙালে তুমি আবার ভালোবাসায়

মৃতপ্রায় হৃদয়টাকে

দেখালে স্বপ্ন সেসব হয়নি

সাহস কখনো দেখার আগে

ছড়িয়ে দিলে আলো, ছিল আঁধারে যত

তুমি এসে, তুমি হেসে

পেয়ে তোমাকে এত অপেক্ষা শেষে বলো

আড়াল চোখের করি কী করে?

এখনো তো হাতে ধরা বাকি

একই সাথে বিকেল হাঁটা বাকি

চোখে চোখে কথা বোঝা বাকি

এ জীবন তোমার

এ জীবন তোমার

এ জীবন তোমার

এ জীবন তোমার নামে করা বাকি

Popeye کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے