menu-iconlogo
huatong
huatong
porshiarfin-rumey-tomari-porosh-cover-image

Tomari Porosh

Porshi/Arfin Rumeyhuatong
penny_henson_40351huatong
بول
ریکارڈنگز
আমি যত বেশি ভালবাসি তোমায়

তার চেয়ে বেশি ভালবাসতে চাই

আমি যত বেশি কাছে আসি তোমার

তার চেয়ে বেশি কাছে আসতে চাই

ভালবেসে আমাকে, নাও জড়িয়ে

তোমার প্রেমের ছোঁওয়াতে দাও রাঙিয়ে

ভালবেসে আমাকে, নাও জড়িয়ে

তোমার প্রেমের ছোঁওয়াতে দাও রাঙিয়ে

সকালের সোনা রোদ প্রতিদিন

আমার ঘুম ভাঙ্গায়

চোখ মেলেই এই হৃদয়

তোমারই পরশ চায়

সকালের সোনা রোদ প্রতিদিন

আমার ঘুম ভাঙ্গায়

চোখ মেলেই এই হৃদয়

তোমারই পরশ পেতে চায়

ভালবেসে আমাকে, নাও জড়িয়ে

তোমার প্রেমের ছোঁওয়াতে দাও রাঙিয়ে

ভালবেসে আমাকে, নাও জড়িয়ে

তোমার প্রেমের ছোঁওয়াতে দাও রাঙিয়ে

হিমেল হওয়াতে এই মন

জুড়ালে গো হায়

তবু এ মন জুড়ে না তো

যদি কাছে না পাই তোমায়

হিমেল হওয়াতে এই মন

জুড়ালে গো হায়

তবু এই মন জুড়ে না তো

যদি কাছে না পাই তোমায়

ভালবেসে আমাকে, নাও জড়িয়ে

তোমার প্রেমের ছোঁওয়াতে দাও রাঙিয়ে

ভালবেসে আমাকে, নাও জড়িয়ে

তোমার প্রেমের ছোঁওয়াতে দাও রাঙিয়ে

Porshi/Arfin Rumey کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے