menu-iconlogo
huatong
huatong
avatar

Inquilab Zindabad - Original

pota/Sohinihuatong
pfshearer1huatong
بول
ریکارڈنگز
ধমনীতে পেট্রোল নেই, রক্ত

গুলিতে বন্ধু হারিয়ে মন শক্ত

আছে সাহস, আছে পোড়ানোর ইচ্ছে

ঐ পতাকাটা আজ আমায় ডাক দিচ্ছে

যতই আসুক ক্ষমতার কালো হাত

যতই বাড়ুক নিশুতি কালো রাত

ভেঙেচুরে তোলপার করে

নতুন জগৎ এই জমিতে

উঠবে গড়ে উঠবে গড়ে

ও, ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

হচ্ছে ভোর, কাটছে ঘোর

বাড়ছে তোমার গলার জোর

Barricade উঠবে গড়ে

ক্ষমতা বসবে নড়ে

কৃষকেরা কাস্তে হাতে

আঘাত কর

(আঘাত কর-) উম আমার এই বুকের ফসল

তুমি নকল, আমি আসল

তোমার ঐ রাজপথটা

আমার রক্তে করবো পিছল

ভাঙব পাঁচিল, ভাঙব দেওয়াল

গড়ে উঠবে নতুন খেয়াল

ওদের ঐ সিংহাসনে

আঘাত কর, আঘাত কর

আঘাত কর, আঘাত কর

আঘাত কর

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

আমার ভাই ক্ষেতের চাষী

কষ্ট ভুলে ফুটবে হাসি

ক্ষেতে সোনা ফলবে আবার

থালায় ভাত থাকবে সবার

নিভবে আমার পেটের জ্বালা

রাজা তুই এবার পালা

ঐ গদিটা পোড়াতে আজ

আগুন জ্বাল, আগুন জ্বাল

আগুন জ্বাল, আগুন জ্বাল

আগুন জ্বাল, আগুন জ্বাল

আগুন জ্বাল, আগুন জ্বাল

আগুন জ্বাল, আগুন জ্বাল

আগুন জ্বাল

প্রতিরোধে আজ থাকবে না কেউ চুপ

নতুন সূর্য দেখাবে আমায় নতুন রূপ

দল বেঁধে লিখবো দেওয়াল

ভাঙব তোমার ঠুনকো পাঁচিল

করবো মিছিল

আঘাত কর, আঘাত কর

আঘাত কর, আঘাত কর

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ

pota/Sohini کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے