পরাইয়া পিরিতের রশি বানায়া জগতে দোষী
কই রইলারে সোনার চান
পরাইয়া পিরিতের রশি বানায়া জগতে দোষী
কই রইলারে সোনার চান
মনে চায় যখন আসিও তখন
মনে চায় যখন আসিও তখন,
করবো না বিন্দুমাত্র অপমান,
আমিতো নই রে বন্ধু তোর মতো বেঈমান
আমিতো নই রে বন্ধু তোর মতো বেঈমান
সারাজনম থাকবি পাশে দিয়েছিলি কথা,
রাতারাতি ভুইলা গেলি প্রাণে দিলি ব্যথা
সারাজনম থাকবি পাশে দিয়েছিলি কথা,
রাতারাতি ভুইলা গেলি প্রাণে দিলি ব্যথা
কার সঙ্গ নিলি আমায় ছাড়িলি,
কার সঙ্গ নিলি আমায় ছাড়িলি,
কেমনে হইলি এত ব্যবধান...
আমিতো নই রে বন্ধু তোর মতো বেঈমান
আমিতো নই রে বন্ধু তোর মতো বেঈমান
কত সুখে দিন যায় আমার উপরওয়ালাই জানে
ভিন মানুষের আনাগোনা তোমার মন উঠানে
কত সুখে দিন যায় আমার উপরওয়ালাই জানে
ভিন মানুষের আনাগোনা তোমার মন উঠানে
বলে স্বমরানে কিবা কারনে,
বলে স্বমরানে কিবা কারনে,
দিয়েছো আমায় এমন প্রতিদান
আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান
আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান
পরাইয়া পিরিতের রশি বানায়া জগতে দোষী
কই রইলারে সোনার চান
পরাইয়া পিরিতের রশি বানায়া জগতে দোষী
কই রইলারে সোনার চান
মনে চায় যখন আসিও তখন
মনে চায় যখন আসিও তখন,
করবো না বিন্দুমাত্র অপমান,
আমিতো নই রে বন্ধু তোর মতো বেঈমান,
আমিতো নই রে বন্ধু তোর মতো বেঈমান,
আমিতো নই রে বন্ধু তোর মতো বেঈমান,
আমিতো নই রে বন্ধু তোর মতো বেঈমান,