? Welcome To ?
?My Voice For ?
? Jesus ?
সিয়নের যাত্রাপথে ভয় করো না বৃথা মন যে আমার-২
আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর,.. সঙ্গে আছে ভাই-২
সিয়নের যাত্রাপথে ভয় করো না বৃথা মন যে আমার..
? তোমরা ভয় পেয়োনা আমি তোমাদের সঙ্গেই আছি ?
মানুষের চোখে আমি হীন হলেও, দুঃখ কিছুই নাই-২
ঈশ্বরের চোখে আমি চির শ্রেষ্ঠ হতে সদা চাই
আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর... সঙ্গে আছে ভাই-২
সিয়নের যাত্রাপথে ভয় করো না বৃথা মন যে আমার
অন্তরে যারা পবিত্র,ধন্য তারা-তারই পরমেশ্বরকে দেখতে পাবে।...মথি ৫:৮
ঈশ্বরই আশ্রয় আমার, চাহিনা কিছু আমি আর-২
চির সহায় যে আমার, সেই তো নিরাপদ আশ্রয় আমার।
আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর,.. সঙ্গে আছে ভাই-২
সিয়নের যাত্রাপথে ভয় করো না বৃথা মন যে আমার
?ধন্য, যারা পরমেশ্বরের বাণী শোনে আর তা মেনে চলে।...লুক ১১:২৮ ?
আর কিছু চাই না প্রভু,সব কিছু দিয়েছ তুমি-২
স্বর্গ হতে মান্না দানে, লালন পালন করেছো মোদের।
আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর,.. সঙ্গে আছে ভাই-২
সিয়নের যাত্রাপথে ভয় করো না বৃথা মন যে আমার-২
আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর,... সঙ্গে আছে ভাই -২
সিয়নের যাত্রাপথে ভয় করো না বৃথা মন যে আমার...
?সকলকে জানাই অনেক ধন্যবাদ ?
ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক
জয় যীশু