menu-iconlogo
huatong
huatong
avatar

HD"আমি মরলে যেনো পাই তোমারে গো

PRINCESS_SKhuatong
⭐️ℙℝ𝕀ℕℂ𝔼𝕊𝕊_𝕊𝕂⭐️🅰🅳🆆huatong
بول
ریکارڈنگز
______Upload_____By______

____@PRINCESS_SK___

___ADW__FAMILY__GROUP___

___ROOM___No___757959

_____Follow_Music_____

আমি মরলে যেনো পাই তোমারে গো

পুনর জনমও লইয়া

আমি মরলে যেনো পাই তোমারে গো

পুণর জনমও লইয়া

আমি মরলে এই করিও

আমার মরা না পোড়াইও

না গাড়িও না দিয়ো ভাসাইয়া

ও সই,রে

না গাড়িও না দিয়ো ভাসাইয়া

সোনা বন্ধু বন্ধু বন্ধু বলে.....

কান্দিস আমার কর্ণ মুলে গো

তমাল ডালে রাখিও বান্ধিয়া মরা

তমাল ডালে রাখিও বান্ধিয়া গো

পুনর জনমও লইয়া

______Upload_____By______

____@PRINCESS_SK___

___ADW__FAMILY__GROUP___

___ROOM___No___757959

_____Follow_Music_____

প্রান বন্ধুয়া দেশে এলে

সখি তোরা সবাই মিলে

যাইও তারে তমাল তলায় লইয়া

ও সই রে

যাইও তারে তমাল তলায় লইয়া

তোরা বলিস বন্ধুর প্রেমে পুড়ে......

প্রান পাখি গিয়াছে উড়ে গো

এখন শুন্য খাচা রইয়াছে পড়িয়ারে

শুন্য খাচা রইয়াছে পড়িয়ারে

পুণর জনমও লইয়া

______Upload_____By______

____@PRINCESS_SK___

___ADW__FAMILY__GROUP___

___ROOM___No___757959

_____Follow_Music_____

চন্ডীদাসের মরণ হইলো

রজকিনী বাচাইলো

শাস্রে কয় প্রেমের দোহাই দিয়া

ও সই রে

শাস্রে কয় প্রেমের দোহাই দিয়া

দেওয়ান খালেক মরা ওই পিরিতে....

যদি বন্ধুর লাগে চিত্তে গো

নেয় যেনো আবার জনম দিয়া গো

নেয় যেনো আবার জনম দিয়া গো

পুণর জনমও লইয়া

আমি মরলে যেনো পাই তোমারে গো

পুণর জনম লইয়া

আমি মরলে যেনো পাই তোমারে গো

পুণর জনম লইয়া

ধন্যবাদ

PRINCESS_SK کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

HD"আমি মরলে যেনো পাই তোমারে গো بذریعہ PRINCESS_SK - بول اور کور