menu-iconlogo
huatong
huatong
pritom-hasan-shoroter-shesh-thekey-piano-version-cover-image

Shoroter Shesh Thekey (Piano Version)

Pritom Hasanhuatong
alariddifhuatong
بول
ریکارڈنگز
গ্রীষ্মতে

ছায়ার মতো শীতল চোখ তোমার

মেঘ হয়ে

ঢেকেছে যত রোদ জানালার

হয়নি সাহস কথা বলার তবু

তোমার নামে

লিখে গেছি এক চিঠি শতবার

শরতের শেষ থেকে

বসন্ত পুরোটা ভেবে তোমাকে

কেটে যাবে

যদি মন থেকে

ডেকে দেখো আমায় পেয়ে যাবে

পেয়ে যাবে

যে রাতে

তোমার দু′চোখ ঘুমহীন আবার

সেই রাতে

তোমার কাছে পাঠাবো চাঁদ আমার

আলো দেবে সে জেগে রাতভর

তারার সাথে

আর গল্প শোনাবে তোমার আমার

শরতের শেষ থেকে

বসন্ত পুরোটা ভেবে তোমাকে

কেটে যাবে

যদি মন থেকে

ডেকে দেখো আমায় পেয়ে যাবে

পেয়ে যাবে

Pritom Hasan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے