menu-iconlogo
huatong
huatong
avatar

Short O Tunir Ma Tomar Tuni

Promithuatong
mollaco_generationhuatong
بول
ریکارڈنگز
ও টুনির মা তোমার টুনি

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না

ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না

দিনে রাতে মিসকল মারে, ফোন করে না

টুনি ইসকুলে যাইবো, টুনি বারান্দায় আইবো,

টুনিরে দেইখা আমার পরান জুড়াইবো

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না

টুনি আমার জানেরই জান, পরানের পরান

টুনির মায়রে খাইতে দিমু সুপারি আর পান

টুনি আমার জানেরই জান, পরানের পরান

টুনির মায়রে খাইতে দিমু সুপারি আর পান

টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইবো

টুনিরে লইয়া আমি বাসর সাজাবো

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না

Promit کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے