menu-iconlogo
huatong
huatong
avatar

পৃথিবীতে প্রথমত আসা

Rahul AMBhuatong
sbaraznahuatong
بول
ریکارڈنگز

AMB

(মেয়ে)পৃথিবীতে প্রথমত আসা..

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

আর..তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া...

(ছেলে)পৃথিবীতে প্রথমত আসা..

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

আর তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া...

(মেয়ে)পৃথিবীতে প্রথমত আসা..

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

এন্ডু কিশোর কনক চাঁপা

মেয়ে যে ভালবাসা,শেষ হয়ে হয়না,

হয়ে যায় অন্তহীন,

জীবনের মূল্য,নয় সমতুল্য,

কবু সৌধ হয়না যে ঋণ,

ছেলে যে ভালবাসা,শেষ হয়ে হয়না,

হয়ে যায়,অন্তহীন,

জীবনের মূল্য,নয় সমতুল্য,

কবু সৌধ,হয়না যে ঋণ,

মেয়ে আর..এই মনে হয়,

বেঁচে থাকা যে সময়,

তোমার কথাই সুরে গাওয়া..

ছেলে পৃথিবীতে প্রথমত আসা..

মেয়ে দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

ছেলে আর..তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া..

মেয়ে পৃথিবীতে প্রথমত আসা,

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

এন্ডু কিশোর কনক চাঁপা

মেয়ে এই তুমি আমি,নইকো দু-জনা

এক-ই প্রাণ,এক-ই মন,

এই দেহ মরে,যাবে জানি ঝরে,

দূরে যদি রও কিছুক্ষণ,

ছেলে এই তুমি আমি,নইকো দুজনা

এক-ই প্রাণ,এক-ই মন,

এই দেহ মরে,যাবে জানি ঝরে,

দূরে যদি রও কিছুক্ষণ,

মেয়ে আর নেই-কো বলার,

কোন পথ চলার

তোমার পাণে শু্ধু চাওয়া..

ছেলে পৃথিবীতে প্রথমত আসা,

দ্বিতীয়ত এসে চলে যাওয়া,

আর..তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া..

মেয়ে পৃথিবীতে প্রথমত আসা,

দ্বিতীয়ত এসে চলে যাওয়া,

আর তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া..

ছেলে পৃথিবীতে প্রথমত আসা,

মেয়ে দ্বিতীয়ত এসে চলে যাওয়া.

Rahul AMB کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے