menu-iconlogo
huatong
huatong
avatar

ফোন আলাপ ২ প্রকৃত ভালবাসা।

Raju/Tanvirhuatong
noahmc1huatong
بول
ریکارڈنگز

GREEN HOUSE Group

F কেমন আছো?

M কে বলছেন?

F আমি বলছি!

M আমি টা কে আবার?

F তুমি আমাকে চিনতে পারছো না?

M নাম না বললে চিনবো কিভাবে।

F তুমি কি আমার কণ্ঠটা ও ভুলে গেছো?

সারারাত জেগে এত কথা বলেছি আমরা,

আর তুমি আমাকে চিনতেই পারছো না!

আমি বিশ্বাস করি না যে

তুমি আমায় চিনতে পারনি।

আমি জানি আমার উপর রাগের কারণে

আমার সাথে এমনটা করছো তাই না?

M কথা বললেই কি কারো কণ্ঠ চিনা যায়!

কারো পাশে সারাজীবন থাকলেও

কি মানুষ চিনা যায়?

ভালবাসি বললেই কি ভালবাসা যায় বলেন?

আর রাগ..... কিসের রাগ?

F এতদিন পরে তোমার সাথে কথা হচ্ছে

আর তুমি আজও আমার সাথে

এমন কঠিন করে কথা বলবে...!

তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারনি!

M আমার এই জীবনটাই তো কঠিন...

আর সহজ করে কথা বলবো কিভাবে,

ক্ষমা.... কিসের ক্ষমা?

F আমি কতবার তোমার কাছে অপরাধ করেছি

সেটাতো আমি নিজেই জানি,

সে যন্ত্রণায় এখনো আমি জ্বলে মরছি।

আচ্ছা কেমন আছো তুমি?

M মনে করেন বন্ধি খাঁচার পাখির মতো,

যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় নেই!

F এখনো জেগে আছো.. ঘুমাওনি কেনো?

M ঘুম.....যার কাছে ছিলো

আমার চোখের সকল ঘুম, সে তো মরে গেছে।

এখন আর চোখে ঘুম আসে না,

তাই আমাকে ও ঘুমাতে হয় না।

F হ্যাঁ.... ঠিক কি বলছো,

আমি তো মরেই গেয়েছি...!

কি করছো এতো রাত জেগে?

M ছাদে বসে বসে সিগারেট খাচ্ছি।

F তুমি আবার ও সিগারেট খাচ্ছো?

সিগারেট ছেড়ে দিবা বলে

আমার হাতে হাত রেখে তুমি না

কথা দিয়েছিলে সিগারেট খাবে না।

M আরে না.... আমি কিছুই ভুলিনি,

কিন্তু ওই হাতটি ও তো আমার হাতে হাত রেখে

অনেক কথা দিয়েছিলো,কখনো তা রাখেনি।

আর আমি মাত্র একটি কথা রাখিনি

এতেই এত কথা শুনছি...!

F আমি কেমন আছি.........

একটা বারও জিঙ্গাসা করলে না!

M আমি জানি..নিশ্চয় ভালো আছ তুমি

আর ভালো থাকার জন্য তো,

আমার কাছ থেকে দূরে চলে গেছো।

F হ্যাঁ ভালোই আছি আমি

এত বেশি ভালো আছি যা

কল্পনাই করতে পারবে না।

M ভালবেসে বিয়ে করেছ...

ভালো থাকাটাই সাভাবিক।

আমি তো কখনো তোমাকে সুখ দিতে পারিনি!

F তুমি কোনদিন ও আমায় বুঝলে না

আর জীবনে ও আমাকে বুঝবে না।

কিসের জন্য আমি তোমাকে ছেড়ে চলে গেছি,

সেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে।

M আমি ও জানি কেনো আমার কাছ থেকে

দূরে চলে গিয়েছিলে,

আমাকে দূরে ঢেলে দিয়েছিলে....

এতটুকু বুঝার বয়স হয়েছে।

আর যাকে পাগল এর মতো ভালবাসি

তাকে বুঝবো না..........!

F আজকে কত তারিখ তোমার মনে আছে?

M দিন তারিখ মনে রেখে কি করবো!

F আজ সেই দিন... চার বছর আগে

ঠিক এই দিনে তুমি আমাকে

ভালবাসি কথাটি বলেছিলে...!

M মানুষ মানুষকে ভুলে যায়

আর আমি নিজেই নিজেকে ভুলে গেয়েছি,

দিন তারিখ মনে রাখবো কিভাবে।

F তুমি মিথ্যে বলছো কিছুই ভুলনি তুমি

আমি তোমাকে খুব ভালো ভাবেই চিনি,

তোমাকে ভালবেসে ছিলাম

আর এখনো তোমায় ভালবাসি।

শুধু পরিস্থিতির কারণে

দূরে যেতে বাদ্য করেছে।

তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো

আমি জানি আমি অপরাধ করেছি।

কিন্তু বিশ্বাস করো আমার কিছুই করার ছিলনা

আমার বিয়ে করাটা জরুরী ছিলো।

কিন্তু তুমি তো ওই মূহুর্ত্বে

আমাকে বিয়ে করতে ও পারতে না।

M তুমি তো আমাকে...

একটি বারের জন্য বলতে পারতে,

আর আমার ভালবাসা যদি তুমি বুঝতে

তাহলে হয়তো আমাকে ছেড়ে যেতে না।

F পারলে আমায় ক্ষমা করে দিও,

তুমি আমার জন্য কতটা কষ্ট পাও

হয়তো আমি সেটা জানি না।

কিন্তু আমি তোমার জন্য অনেক কষ্ট পাই

তোমার কথা মনে হলে হাহাকার করি

ভালো থেকো তুমি...।

M তোমাকে এই জীবন ভালবেসে

অনেককিছু হারিয়েছি.......

তোমার দেয়া স্বপ্ন, তোমার দেয়া আশা..

আর আমার সাজানো সব স্বপ্ন।

তখনও চেয়েছি ভালো থেকো

আর এখনও চাই তুমি ভালো থাকো।

যার কাছে সুখের জন্য চলে গিয়েছো,

তাকে নিয়েই থাকো.....

আর এখন তাকেই সুখি করো.....!

আর একটি কথা সেদিন ও বলেছিলাম

আজও বলছি...........

আমি রাজু'র মতো ভালো কেউ

তোমাকে বাসতে পারবে না।

আমি তোমাকে.............

সারাজীবন ভালবেসে যাবো......

আর তুমি আমার প্রথম ভালবাসা,

তুমি আমার শেষ ভালবাসা.....

Follow Me

Raju/Tanvir کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

ফোন আলাপ ২ প্রকৃত ভালবাসা। بذریعہ Raju/Tanvir - بول اور کور