menu-iconlogo
huatong
huatong
redzash-boiisony-achiba-ekbar-daraw-bondhu-feat-ash-boii-sony-achiba-cover-image

Ekbar Daraw Bondhu (feat. Ash Boii & Sony Achiba)

REDZ/Ash Boii/Sony Achibahuatong
rajin007huatong
بول
ریکارڈنگز
একবার দাড়াও বন্ধু

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

দাড়াও নাইলে প্রেমাগুনে করে দিমু খাগ

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

একটা কথা কই রে বন্ধু না কইরো রাগ

একটা কথা কই রে বন্ধু না কইরো রাগ

আমার ছেড়ে কাহার সংগে এতো ইতিবাক

একবার দাড়াও বন্ধু

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

আমি কি দিসলাম নাহ তোমায় আদর ও সোহাগ

আমি কি দিসলাম নাহ তোমায় আদর ও সোহাগ

অভাগিনী নারীর প্রেমে দিখায়লায় দিমাগ

একবার দাড়াও বন্ধু

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

কত নিশি গেল আমার কাটিয়া সজাগ

কত নিশি গেল আমার কাটিয়া সজাগ

এখন আমার আন্ধাইর ঘড়ে জ্বলে না চিরাগ

একবার দাড়াও বন্ধু

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

রমিজ পাগল মরে যদি লইয়া প্রেমে রাগ

রমিজ পাগল মরে যদি লইয়া প্রেমে রাগ

শেষ বিচারে দিখাইব বুকের পোড়া দাগ

একবার দাড়াও বন্ধু

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

দাড়াও নাইলে প্রেমাগুনে করে দিমু খাগ

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

একবার দাড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ

REDZ/Ash Boii/Sony Achiba کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے