আর&এম মিউজিক কর্ণার
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
আপলোডঃ রেজাউল&মুন্নী
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
M: হেএএএএহ
আকাশ থেকে পড়লো যেন তালগাছের এক খাম্বা
গোল গাল মুখের গড়ন নাকটা যে তার লম্বা
আরে আকাশ থেকে পড়লো যেন তালগাছের এক খাম্বা
গোল গাল মুখের গড়ন নাকটা যে তার লম্বা
আয় আয় সোহাগী কাছে আয়
নে নে বুকেতে টেনে নে
F: হে এএএএহ
আমার কাছে আসলে তোরে মারবো যে এক ডান্ডা
ভুলে যাবি বাপেরই নাম করবো তোকে ঠান্ডা
আমার কাছে আসলে তোরে মারবো যে এক ডান্ডা
ভুলে যাবি বাপেরই নাম করবো তোকে ঠান্ডা
যাহ যা মায়েরই কোলে যা
দে দে মুখেতে আঁচল দে
M: এই শোন
F: আরে যা যা
M: তুঁতলি তুঁতলি
F: মারবো
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
আপলোডঃ রেজাউল&মুন্নী
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
M: লাল টোমেটো গালে রে তোর বিজলি ছটা
চাঁদবদনী মুখে কেন বিষের ঝটকা
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
F: বকবকানি বন্ধ কর ধোঁপার গাধা
মরন গাঙ্গের পাড়ে যে তোর নৌকা বাঁধা
M: আমার মতো সরল সোজা মানুষ পাবি না
F: নিজের কথা নিজেই বলে গরোব করিস না
M: আয় আয় সোহাগী কাছে আয়
নে নে বুকেতে টেনে নে
F: যাহ যা মায়েরই কোলে যা
যা যা
দে দে মুখেতে আঁচল দে
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
আপলোডঃ রেজাউল&মুন্নী
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
M: প্রেম পিয়াসী এই মনেতে চাক্কু মেরে
যাসনে ওরে ও পাষাণী আমায় ছেড়ে
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
F: হাল বিলেতি মগজে তোর গোবর ভরা
ওতো সোজা নয়রে বোকা আমায় ধরা
M: তোরে ছাড়া আমি তো আর প্রাণে বাঁচি না
F: রাম ছাগলের ছানা রে তুই ভ্যাঁ ভ্যাঁ করিস না
M: আরে আকাশ থেকে পড়লো যেন তালগাছের এক খাম্বা
গোল গাল মুখের গড়ন নাকটা যে তার লম্বা
আয় আয় সোহাগী কাছে আয়
নে নে বুকেতে টেনে নে
F: আমার কাছে আসলে তোরে মারবে যে এক ডান্ডা
ভুলে যাবি বাপেরই নাম করবো তোকে ঠান্ডা
যাহ যা মায়েরই কোলে যা
দে দে মুখেতে আঁচল দে
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
ধন্যবাদে রেজাউল&মুন্নী
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠