শিরোনাম:- খড় কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো।
শিল্পী:- মনির খান।
⫸=====Rifat=====⫷
খড় কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালোবাসা
দিলাম আছে যতো,
খড় কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালোবাসা
দিলাম আছে যতো,
একটা ময়না পাখি সেই বাসায়,,
পুষি কতো ভালোবাসায়,
তারে চোখে চোখে রাখি,
উইড়া যেনো না যায় আমার
পোষা ময়না পাখি,
পাখি চোখে চোখে রাখি,
উইড়া যেনো না যায় আমার
পোষা ময়না পাখি,
খড় কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালোবাসা
দিলাম আছে যতো,
Presented By GAAN BRISTY FAMILY-Room-897627
ফাক পাইলে সেই ময়না পাখি
যদি গো পালায়,,,
ফাক পাইলে সেই ময়না পাখি
যদি গো পালায়,
সকাল বিকাল তাই পাখিরে
পুষি দুধ কলায়,
পাখির সনে আমার সনে
ভাব হয়েছে মনে মনে,
This Track Arranged By Rifat-LRB
পাখির সনে আমার সনে
ভাব হয়েছে মনে মনে,
তবু ভয়ে থাকি!
উইড়া যেনো না যায় আমার
পোষা ময়না পাখি,
পাখি চোখে চোখে রাখি,
উইড়া যেনো না যায় আমার
পোষা ময়না পাখি,
খড় কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালোবাসা
দিলাম আছে যতো,
কোন ফাঁকে পালাইয়া গেলো
পাইলাম নারে টের,,,
পাখিটা হইলো না আপন
কপালেরই ফের,,,
This Track Arranged By Rifat-LRB
কোন ফাকে পালাইয়া গেলো
পাইলাম নারে টের,
পাখি টা হইলো না আপন
কপালেরই ফের,
ভাবের বুঝি অভাব ছিলো,
তাই এমন প্রতিশোধ নিলো,
Presented By GAAN BRISTY FAMILY-Room-897627
ভাবের বুঝি অভাব ছিলো,
তাই এমন প্রতিশোধ নিলো,
কান্দাইলো দুই আঁখি,
উইড়া গেছে খাঁচা ছেড়ে
আমার পোষা পাখি,
আমি দুঃখ কোথায় রাখি,
উইড়া গেছে খাঁচা ছেড়ে
আমার পোষা পাখি,
খড় কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালোবাসা
দিলাম আছে যতো,
খড় কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালোবাসা
দিলাম আছে যতো,
একটা ময়না পাখি সেই বাসায়,,
পুষে ছিলাম কতো আশায়,
আমি দুঃখ কোথায় রাখি,
উইড়া গেছে খাঁচা ছেড়ে
আমার পোষা পাখি,
আমি দুঃখ কোথায় রাখি,
উইড়া গেছে খাঁচা ছেড়ে
আমার পোষা পাখি,
উইড়া গেছে খাঁচা ছেড়ে
আমার পোষা পাখি,
উইড়া গেছে খাঁচা ছেড়ে
আমার পোষা পাখি,
⫸=ধন্যবাদ=⫷