(Ripon+Moni)
=====রেড্ডি====
এই তো জীবন,
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ।
এইতো জীবন..
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ।
এইতো জীবন..
বন্ধ
=====রেড্ডি====
কেন দিস রে চুমুক তবে
বিষয়ের বিষে,
সবি তো ধূলোয় যাবে মিশে।
কেন দিস রে চুমুক তবে
বিষয়ের বিষে,
সবি তো ধূলোয় যাবে মিশে
থাকবেনা গায়ে তোর
ঝলমলে দামী ওই বেশ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এই তো জীবন ..
বন্ধ
=====রেড্ডি====
সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এই তো জীবন
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এইতো জীবন..