(Ripon+Moni)
জন্ম লইয়া পড়লাম আমি... দুঃখের দরিয়া..।
সহজ সরল পাইয়া সবাই... ফেললো ছলোনায়।
জন্ম লইয়া পড়লাম আমি.... দুঃখের দরিয়া।
সহজ সরল পাইয়া সবাই... ফেললো ছলোনায়..।
এমন কেনো হইলো বিধি.... আমারও বেলায়..।
পারলাম নারে ভালো থাকতে.. কঠিন বাস্তবতায় আমি।
পারলাম নারে ভালো থাকতে.... কঠিন দুনিয়।
পারলাম নারে ভালো থাকতে.... কঠিন বাস্তবতায় আমি।
পারলাম নারে ভালো থাকতে কঠিন দুনিয়।
পারলাম নারে ভালো থাকতে কঠিন দুনিয়।
সুখের নাগাল পাবো বইলা.. আইলাম এই শহর...।
মিথ্যে অপবাদে হইলো.... কলঙ্ক ও আমার।
সুখের নাগাল পাবো বইলা... আইলাম এই শহর....।
মিথ্যে অপবাদে হইলো.... কলঙ্ক ও আমার।
যেখানে যাই এই মুখ.. দেখাই.. পুরী যন্ত্রনায়... আমি।
যেখানে যাই এই মুখ.. দেখাই... পুরী যন্ত্রনায়... ।
পারলাম নারে ভালো থাকতে... কঠিন বাস্তবতায়.. আমি।
আমি পারলাম নারে ভালো থাকতে... কঠিন দুনিয়।
জন্ম লইয়া পড়লাম আমি.... দুঃখের দরিয়া..।
সহজ সরল পাইয়া ..সবাই..... ফেললো ছলোনায়..।
এমন কেনো হইলো... বিধি... আমারও বেলায়...।
পারলাম নারে ভালো থাকতে... কঠিন বাস্তবতায়...আমি।
আমি পারলাম নারে ভালো থাকতে... কঠিন দুনিয়।