উচু ডালে,,,,,,,,,,
বইসা কোকি,,,,,,,,,,,,,,ল
ওরে কোকিল
ডাকছো উচ্চ সুরে রে,বুঝি আমার মতো,,
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
অভাগীনির কোকিলরে বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
উচু ডালে বইসা কোকি,,,,,,,,,ল
ওরে কোকিল
ডাকছো উচ্চ সুরে রে,বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
অভাগীনির কোকিলরে বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
আমার,প্রেম জ্বালায়
পুরাইয়া মারে,বন্ধুর প্রেমো জ্বালায়
পুরাইয়া মারে,,,,,এ,,এ,,এ
অন্তরে অনন্ত ব্যাথা সইবোরে কেমনে
আমার প্রেম জ্বালায়
পুরাইয়া মারে,বন্ধুর প্রেমো জ্বালায়
পুরাইয়া মারে,,,,,এ,,এ,,এ
অন্তরে অনন্ত ব্যাথা সইবোরে কেমনে
আমার সম ব্যাথার বেথি পাইনারে,,,,,,,
ওরে ব্যাথা,কইতাম তারে খুলেরে
বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
অভাগীনির কোকিলরে বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
আমার দুঃখ যদি কই নদির ধারে,
আমার দুঃখ যদি, কই নদির ধারে,,,এ,,এ,,এ
বুক ভরা তার খনেক পানি মুছবে কেমনে
দুঃখ যদি কই নদির ধারে,
আমার দুঃখ যদি,ওরে বান্ধব কই নদির ধারে,,,এ,,এ,
বুক ভরা তার খনেক পানি মুছবে কেমনে
কিছু বুঝবে দলেশ্বরিয়ে,,,,,,,,,,,,
ওরে তাহার বুক ভইরাছে চরেরে
বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
অভাগীনির কোকিলরে বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
ব্যর্থ প্রেমের,ব্যাথার কুটিরে
আমার ব্যর্থ প্রেমের ব্যাথার কুটিরে,,,এ,,এ,,এ
কুঞ্জবুত ব্যাথারনীরে দর গেছে খুলে
ব্যর্থ প্রেমের,ব্যাথার কুটিরে
আমার ব্যর্থ প্রেমের ব্যাথার কুটিরে,,,এ,,এ,,এ
কুঞ্জবুত ব্যাথারনীরে দর গেছে খুলে
আমার সম ব্যাথার বেথি পাইলে,,,,,,,,,,,,
আমার ব্যাথা কইতাম তারে খুলেরে
বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
অভাগীনির কোকিলরে বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
আমার গাঁথামালা ছিঁড়ে গিয়েছে
আমার গাঁ,,থামা,,লা ছিঁড়ে গিয়েছে,,এ,,এ,,
রশিদেরই মনের দুঃখ বলব কার কাছে
আমার গাঁথামালা ছিঁড়ে গিয়েছে
আমার গাঁ,,থামা,,লা ছিঁড়ে গিয়েছে,,এ,,এ,,
রশিদেরই মনের ব্যাথা বলব কার কাছে
আমার ছিন্ন মালা ব্যাথার মতো,,,,,,,,,,,,
ওরে আমি,পরাবো কার গলেরে
বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে, তুই সংসারে
অভাগীনির কোকিলরে বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
উচু ডালে বইসা কোকি,,,,,,,,,ল
ওরে কোকিল
ডাকছো উচ্চ সুরে রে,বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
অভাগীনির কোকিলরে বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে
অভাগীনির কোকিলরে বুঝি আমার মতো
আমার মতো দুঃখিরে,তুই সংসারে