menu-iconlogo
logo

চিঠি কেন আসেনা আর দেরি

logo
بول
চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে

ভুলেছো কি নাম ঠিকানা..

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে..

ভুলেছো কি নাম ঠিকানা....

যাবার আগে...

বলেছিলে হাতটি ধরে..

প্রতিদিন চিঠি দেবে

একটি করে..

যাবার আগে...

বলেছিলে হাতটি ধরে...

প্রতিদিন চিঠি দেবে

একটি করে..

আজ কেনো সেই কথা মনে রাখোনা

আমারে কি মনে পড়ে না..

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে

ভুলেছো কি নাম ঠিকানা...

তোমার কথা..

ভেবে ভেবে রাত কাটেনা,

আমি জাগি, তারা জাগে..

ঘুম আসেনা

তোমার কথা..

ভেবে ভেবে রাত কাটেনা,

আমি জাগি, তারা জাগে

ঘুম আসেনা।

সুখ যদি পাও তুমি দিয়ে বেদনা

দূরে থাকো ফিরে এসোনা...

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে

ভুলেছো কি নাম ঠিকানা

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে

ভুলেছো কি নাম ঠিকানা