menu-iconlogo
logo

এক বুক ভালোবাসা তোমায় দিলাম

logo
avatar
Runa Laylalogo
📚📝ᎢᗩᖇᗩᏦ.Ꮶᗷ🎤ᵗᵉᵃᶜʰᵉʳlogo
ایپ میں گائیں
بول
মেয়ে: একবুক ভালোবাসা তোমায় দিলাম

প্রিয় থেকে প্রিয়জন করে নিলাম

হবো আমরা দুজন একপ্রাণ একমন__

স্বপ্ন দেখেছিলাম।

ছেলে: একবুক ভালোবাসা তোমায় দিলাম

প্রিয় থেকে প্রিয়জন করে নিলাম

হবো আমরা দুজন একপ্রাণ একমন__

স্বপ্ন দেখেছিলাম।

মে: পৃথিবীতে তোমার চেয়ে

নেই তো আর কিছু দামি

একই পথে তোমার সাথে

ছায়া হয়ে থাকবো আমি।

ছে: পৃথিবীতে তোমার চেয়ে

নেই তো আর কিছু দামি

একই পথে তোমার সাথে

ছায়া হয়ে থাকবো আমি।

মে: দেখি অনুভবে আমি কখন কবে

তোমার হয়ে গেলাম।

ছে: একবুক ভালোবাসা তোমায় দিলাম

প্রিয় থেকে প্রিয়জন করে নিলাম

মে: হবো আমরা দুজন একপ্রাণ একমন--

স্বপ্ন দেখেছিলাম।

ছে: তোমার প্রেমে আমায় তুমি

দিয়েছ অন্ধ করে

আমায় নিয়ে মনের দুয়ার

দিয়ো তুমি বন্ধ করে।

মে: তোমার প্রেমে আমায় তুমি

দিয়েছ অন্ধ করে

আমায় নিয়ে মনের দুয়ার

দিয়ো তুমি বন্ধ করে।

ছে: আমি তোমায় পেয়ে চেনা সুখের চেয়ে

নতুন সুখ যে পেলাম।

মে: একবুক ভালোবাসা তোমায় দিলাম

প্রিয় থেকে প্রিয়জন করে নিলাম

হবো আমরা দুজন একপ্রাণ একমন__

স্বপ্ন দেখেছিলাম।

ছে: একবুক ভালোবাসা তোমায় দিলাম

প্রিয় থেকে প্রিয়জন করে নিলাম

হবো আমরা দুজন একপ্রাণ একমন__

স্বপ্ন দেখেছিলাম।

এক বুক ভালোবাসা তোমায় দিলাম بذریعہ Runa Layla - بول اور کور