"এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না"
শিল্পী: রুণা লায়লা
Uploaded BIPU সূরের ছোঁয়া Follow me
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না..
বৃষ্টিরো ছন্দে বকুলেরো গন্ধে
বৃষ্টিরো ছন্দে বকুলেরো গন্ধে
আমায় তুমি ফেলে যেয়ো না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না
এই বৃষ্টি ভেজা রাতে তুমি...ই
চলে যেয়ো না......
Uploaded BIPU সূরের ছোঁয়া Follow me
কতো দিন পরে কাছে এলে
ওগো এখনি কেন যাবে চলে...
Uploaded BIPU সূরের ছোঁয়া Follow মে
এ হৃদয় জুড়ে পিয়াসা..
ভেঙ্গে দিয়োনা আমার এ আশা...
ভালো যদি আমায় নাই বাসো
একটু করো করুণা
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না
এই বৃষ্টি ভেজা রাতে তুমি...ই
চলে যেয়ো না.....
Uploaded BIPU সূরের ছোঁয়া Follow me
জীবনের আকা বাঁকা পথে..
ওগো কে রবে তোমার সাথে সাথে...
Uploaded BIPU সূরের ছোঁয়া Follow me
সবাই যখন চলে যাবে..
তবু আমায় তখন কাছে পাবে..
তুমি ছাড়া এই জীবনে
আর তো কিছুই চাইবো না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না
বৃষ্টিরো ছন্দে বকুলেরো গন্ধে
বৃষ্টিরো ছন্দে বকুলেরো গন্ধে
আমায় তুমি ফেলে যেয়ো না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না
এই বৃষ্টি ভেজা রাতে তুমি...ই
চলে যেয়ো না......
যবানিকা