
Tetul Pata | তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে..
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে
তোমার সাথে প্রেম করিতে
আমার বড় সখ রে,
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে
তোমার সাথে প্রেম করিতে
আমার বড় সখ রে,
তোমার চোখে চোখ পরিলে
মন করে চন চল,
এক নজরে জলি উঠে,
প্রেমেরি লন্ঠন
তোমার চোখে চোখ পরিলে
মন করে চন চল,
এক নজরে..জলি উঠে
প্রেমেরি লন্ঠন,
সেই লন্ঠন জেলে আমি
লিখবো গোপনে,
তোমাকে, প্রেমের কবিতা,
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে,
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে,
তোমার সাথে প্রেম করিতে
আমার বড় সখ রে,
তোমার ছোঁয়া..লাগলে গায়ে
মন সাগরে..ভেসে উঠে
সুখেরী সামপান,
তোমার ছোঁয়া..লাগলে গায়ে
প্রান করে,আন চান,
মন সাগরে ভেসে উঠে
সুখেরি সামপান,
সেই সামপান, চরে জাবো
তোমারি ঘরে,
রাঙাইয়া পায়ে আলতায়..
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে,
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে,
তোমার সাথে, প্রেম করিতে
আমার বড় সখ রে,
তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে
তোমার সাথে প্রেম করিতে
আমার বড় সখ রে,,
লালা লালা লালা
লালা লালা লালা
Thank you
Tetul Pata | তেঁতুল পাতা তেঁতুল পাতা بذریعہ Runa Layla - بول اور کور