menu-iconlogo
huatong
huatong
rupak-tiarybiyas-sarkar-altafkhan-uploaded-tui-chara-ke-apon-cover-image

তুই ছাড়া কে আপন Tui Chara Ke Apon

Rupak Tiary/Biyas Sarkar | Altafkhan Uploadedhuatong
Altafkhan🥦_𝐑𝐄𝐃huatong
بول
ریکارڈنگز
Singer -Rupak Tiary& Biyash Sarkar

ΠΠUploadedbyΠΠ

ΠΠΠAltafkhanΠΠΠ

ΠΠΠFollowMeΠΠΠ

M=আলতো খেয়ালি,বৃষ্টি কাজলে

লজ্জা মাখানো মেঘলা আঁচলে।

F=কথা দেওয়া ছিলো সন্ধ্যে নূপুরে

ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে।

M=মন রে বলি শোন

তুই ছাড়া কে আপন,

মন রে যাসনা ছেড়ে মিথ্যে বাহানায়।

F=মন রে কাছে আয়

আকাশ খোলা জানালায়,

তোর বুকে মাথা রাখি নরম জোছনায়।

ΠΠΠFollowMeΠΠΠ

ΠΠΠAltafkhanΠΠΠ

M=মন কাকে খুঁজে ফিরিস উড়ালি হাওয়ায়

মন রে তোর মনের হদিস খোঁজা বড় দায়।

F=তোর জন্য যত্নে সাজাই প্রেমেরই আটচালা

মন রে তুই খামখেয়ালি ঘরে ফিরে আয়।

M=ও মন রে কোথায়

মনের মানুষ পাওয়া যায়?

তাকে মনের ঘরে আগল দিয়ে রাখিস পাহারায়।

মন রে বলি শোন

তুই ছাড়া কে আপন,

মন রে যাসনা ছেড়ে মিথ্যে বাহানায়।

F=মন রে কাছে আয়

আকাশ খোলা জানালায়,

তোর বুকে মাথা রাখি নরম জোছনায়।

M=আলতো খেয়ালি, বৃষ্টি কাজলে

লজ্জা মাখানো মেঘলা আঁচলে।

F=কথা দেওয়া ছিলো সন্ধ্যে নূপুরে

ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে।

M} মন রে বলি শোন

তুই ছাড়া কে আপন,

মন রে যাস না ছেড়ে মিথ্যে বাহানায়।

F} মন রে কাছে আয়

আকাশ খোলা জানালায়,

তোর বুকে মাথা রাখি

নরম জোছনায়।।

ΠΠΠΠThanksΠΠΠΠ

Rupak Tiary/Biyas Sarkar | Altafkhan Uploaded کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے