menu-iconlogo
huatong
huatong
avatar

Jonki by 🔷️🔷️👑Kïñg~Khåñ👑🔥🔥

Rupankar Bagchi/Anwesshaahuatong
🔷️🔷️👑Kïñg~Khåñ👑🔥🔥huatong
بول
ریکارڈنگز
(ছেলে): জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি,

আমিও বন্ধুতা চাই কায়মনে তাই দু'হাত পাতি।

জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি,

আমিও বন্ধুতা চাই কায়মনে তাই দু'হাত পাতি।

তুমি কি বাস্তবে আর, এই আমি টার বন্ধু হবে,

নিশ্চুপ থাকবে নাকি, একথার জবাব দেবে?

(মেয়ে): জবাবে কি বলবো আর?

সবে তো সন্ধ্যে হলো নামবে আঁধার গহীন বনে,

রাখা থাক নির্জনতায় মনের কথা সংগোপনে।

রাতে রাত বাড়লে না হয় চোখের তারায় হারিয়ে যাবো,

জোনাকির পশলা আলোয়, আমরা দু'জন ঘর সাজাবো।

রাতে রাত বাড়লে না হয় চোখের তারায় হারিয়ে যাবো,

জোনাকির পশলা আলোয়, আমরা দু'জন ঘর সাজাবো।

(ছেলে): ঘরের আর হদিশ কোথায়?

ঘরের আর হদিশ কোথায়, নির্জনতায় নিভলে বাতি,

আমি তাই বন্ধুতা চাই, কায়মনে আজ দু'হাত পাতি।

(মেয়ে): পাতা থাক স্বপ্ন চাটাই, ইচ্ছে সাজাই সংগোপনে,

রাখা থাক নির্জনতায় মুখের কথা মনের কোনে।

(ছেলে): নিরুপায় হচ্ছ কেন?

(মেয়ে): নিরুপায় হচ্ছি কেন, তুমিও জান আমিও জানি,

আমারও ইচ্ছে করে, তোমার বুকের আতিথ্য নিই।

(ছেলে): সারারাত জ্বলবে বাতি, অশান্ত এই হৃদকমলে,

বলোনা খুব কি ক্ষতি, প্রেম যমুনায় জোয়ার এলে।

তবে আর প্রশ্নবানে, বিদ্ধ কেনো করছো সোনা

এসো আজ পাল্টিয়ে নিই, এই সমাজের ভুল ধারণা।

তবে আর প্রশ্নবানে, বিদ্ধ কেনো করছো সোনা

এসো আজ পাল্টিয়ে নিই, এই সমাজের ভুল ধারণা।

(মেয়ে): তবে থাক প্রশ্ন তোলা, সওয়াল-জবাব ভবিষ্যতের,

আমিও এখন থেকে, শরিক হলাম তোমার পথে।

(ছেলে): পথের আর দোষ কি বলো?

(মেয়ে): পথের আর দোষ কি বলো?, খুব সহসাই হোঁচট খেলে,

সেই তো আবার হবো...,

একলা শরিক... চোখের জলে।

Rupankar Bagchi/Anwesshaa کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے