প্রিয়া রে......ও প্রিয়া
প্রিয়ারে.....ও......প্রিয়া
এই বুকে জমে আছে তোমার দেয়া বেদনা
ও...এই বুকে জমে আছে তোমার দেয়া বেদনা
তুমি কোথায় এই মন জানে না
তুমি হীনা এই প্রান বাঁচে না
আজও খুঁজি আমি তোমারি ঠিকানা
আজও খুঁজি আমি তোমারি ঠিকানা
তুমি কোথায় এই মন জানে না
তুমি হীনা এই প্রান বাঁচে না
ও ও ও ও,ও ও ও ও ও
ও ও ও ও,ও ও ও ও ও
ভাবিনি এভাবে নিঃষ করে
চলে যাবে আমায় একা ফেলে
জানি না কার ভুলে,হারালে শুধুরে
ভাসালে আমায় চোখের জলে
ভাবিনি এভাবে নিঃষ করে
চলে যাবে আমায় একা ফেলে
জানি না কার ভুলে,হারালে শুধুরে
ভাসালে আমায় চোখের জলে
আজও খুঁজি আমি তোমারি ঠিকানা
আজও খুঁজি আমি তোমারি ঠিকানা
তুমি কোথায় এই মন জানে না
তুমি হীনা এই প্রান বাঁচে না
কি অভিমান ছিলো তোমার মনে
পোড়ালে এ রিদয় কোন অনলে
প্রশ্ন জাগে মনে,আজ বারে বারে
পাবো আমি তোমায় কোথায় গেলে
এই,কি অভিমান ছিলো তোমার মনে
পোড়ালে এ রিদয় কোন অনলে
প্রশ্ন জাগে মনে,আজ বারে বারে
পাবো আমি তোমায় কোথায় গেলে
আজও খুঁজি আমি তোমারি ঠিকানা
আজও খুঁজি আমি তোমারি ঠিকানা
তুমি কোথায় এই মন জানে না
তুমি হীনা এই প্রান বাঁচে না
এই বুকে জমে আছে তোমার দেয়া বেদনা
এ..এই বুকে জমে আছে তোমার দেয়া বেদনা
তুমি কোথায় এই মন জানে না
তুমি হীনা এই প্রান বাঁচে না
তুমি কোথায় এই মন জানে না
তুমি হীনা এই প্রান বাঁচে না