menu-iconlogo
huatong
huatong
avatar

যদি আরেক জনম আমি পাই গো

S M Sharathuatong
stallhofen9huatong
بول
ریکارڈنگز
প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

১ ছেলে ২ মেয়ে

যদি আরেক জনম আমি পাইগো..

সে জনমে তোমাকে চাই গো..

যদি আরেক জনম আমি পাইগো..

সে জনমে তোমাকে চাই গো..

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু,ভেঙ্গে দিলে মন

বিধির কাছে সবই কইবো..

যদি আরেক জনম আমি পাইগো..

সে জনমে তোমাকে চাই গো..

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

নতুন নতুন গান পেতে আমাকে

কারে দেখাবো আমি বুকের ব্যথা

তুমি যে আমার সাথী হলেনা..

এমন করে বুকে জ্বলছে আগুন

সইতে আমি আর পারি..না..

কারে দেখাবো আমি বুকের ব্যথা

তুমি যে আমার সাথী হলেনা..

এমন করে বুকে জ্বলছে আগুন

সইতে আমি আর পারি..না..

তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন

আমার হৃদয় পুড়ে ছাই গো..

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাই গো..

প্লিজ!কেউ কপি করবেন না।

মন চাইলে আমার সংবুক

ঘুরে আসতে পারেন

নতুন নতুন গান পেতে আমাকে

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে এ পাহাড় ..

যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার...

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে এ পাহাড় ..

যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার..

তবুও বলে মন হাত বাড়িয়ে..

তোমার শত ব্যথা সইবো..

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাই গো..

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে মন

বিধির কাছে সবই কই বো..

যদি আরেক জনম আমি পাইগো..

সে জনমে তোমাকে চাই গো....

সবাইকে ধন্যবাদ প্লিজ কেউ

লাইক দিতে ভুলবেন না

S M Sharat کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے