menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi bara bare eki sure by (sabbir rehman)

Sabbirhuatong
➳⃝𝄞𝑺𝑨𝑩𝑩𝑰𝑹❥🅑&🅢✷𒁍huatong
بول
ریکارڈنگز
লাল~লা~লা~লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

লা লা লাল লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়

তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়

তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়

লাল লা লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

লা লা লাল লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়

যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়

যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়

যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়

তবে শুনে দেখো প্রেমিকের গানও অসহায়

লাল লা লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

লা লা লাল লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার

তবে অভিনয় হয় সবগুলো অভিসার

যদি ঝিলমিল নীল আলোকে ঢেকে দেয় আঁধার

তবে কী থাকে তোমার, বলো কী থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়

কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়?

যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়

কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়?

শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়

লাল লা লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

লা লা লাল লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়

তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়

তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়

লাল লা লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

লা লা লাল লা লা

লা লা লা লা

লা লা লা লা লা লা লা

Sabbir کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے