menu-iconlogo
huatong
huatong
sabina-yasminagun-prithibite-sm-cover-image

prithibite_SM

Sabina Yasmin/Agunhuatong
Shafin_Mahamudhuatong
بول
ریکارڈنگز
SongUpload:

Shafin_Mahamud

আ হা হা হা

অ হো হো হো

আ আ আ আ আ

থিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

জ্বালে পুড়ে মরার মাঝে

যদি কোনো সুখ থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

পৃথিবীর চার পাশে, যে দিকে তাকাই

সেখানেই তোমাকে, পাই খুঁজে পাই

পৃথিবীর চার পাশে, যে দিকে তাকাই

সেখানেই তোমাকে, পাই খুঁজে পাই

পাশা পাশি থাকবো

বুকে ধরে রাখবো

হৃদয়ের দাম দিয়ে, হৃদয় নিলাম

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

এ জীবন সংসার, বড় মধুময়

যদি গো সেখানে, ভালোবাসা রয়

এ জীবন সংসার, বড় মধুময়

যদি গো সেখানে, ভালোবাসা রয়

ভালোবেসে বাঁচবো

ভালোবেসে মরবো

যার বিনিময়ে আমি, তোমাকে পেলাম

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

জ্বালে পুড়ে মরার মাঝে

যদি কোনো সুখ থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

Sabina Yasmin/Agun کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے