ছেলে কন্ঠঃ পৃথিবীর যত সুখ
আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মেয়ে কন্ঠঃ মনে হয় তোমাকেই
আমি জনম জনম ধরে চেয়েছি
ছেলে কন্ঠঃ পৃথিবীর যত সুখ
আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মেয়ে কন্ঠঃ মনে হয় তোমাকেই
আমি জনম জনম ধরে চেয়েছি
মেয়ে কন্ঠঃ শুধু যে তোমারই সাথী হতে
আমি তো এসেছি এ জগতে
ছেলে কন্ঠঃ এ জগতে চোখ মেলে চাইবার
তুমি ছাড়া আজ কিছু নাই আর
মেয়ে কন্ঠঃ তোমারই কাছে আমি রয়েছি
ছেলে কন্ঠঃ ও... জীবনে মরনে সাথী হয়েছি
মেয়ে কন্ঠঃ মনে হয় তোমাকেই
আমি জনম জনম ধরে চেয়েছি
ছেলে কন্ঠঃ পৃথিবীর যত সুখ
আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মেয়ে কন্ঠঃ জেনেছি তো এ জীবনে আমি
তুমি এ প্রাণের চেয়ে দামী
ছেলে কন্ঠঃ জীবনে তে ফুরাবে না আশা
মরনেও রবে ভালবাসা
মেয়ে কন্ঠঃ জীবনে মরনে সাথী হয়েছি
ছেলে কন্ঠঃ ও... তোমারই কাছে আমি রয়েছি
মেয়ে কন্ঠঃ মনে হয় তোমাকেই
আমি জনম জনম ধরে চেয়েছি
ছেলে কন্ঠঃ পৃথিবীর যত সুখ
আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মেয়ে কন্ঠঃ লালা.লা.লালা.লা.লালা
.লালা.লালা.লালা.লালা.লালা. লা.
ছেলে কন্ঠঃহেহেহে.আহা.হা.আহা.
আহা.আহা.আহা.হা.আহা.আ.হা
দ্বৈত কন্ঠ লালা.লা.লালা.লা.
লালা.লালা.লালা.লালা.লালা লালা.লা