"আমার কাঙ্কের কলসী"
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন ও এন্ডু কিশোর
🙋♀️মেয়েঃ আমার কাঙ্কের কলসী....
আমার কাঙ্কের কলসী জলে গেলো রে ভাসি
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে...
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া
🙋♂️ছেলেঃ আমায় দোষো অকারণ বলো করি কি এখন
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া রে...
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া
🙋♀️মেয়েঃ আমার কাঙ্কের কলসী জলে গেলো রে ভাসি
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে...
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া
Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
🙋♀️মেয়েঃ এই নদীর এই দুই কূলেতে কতো না ঘাট আছে
কেনো গো নাউ বাইতে আইলা এই ঘাটেরি কাছে
Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
এই নদীর এই দুই কূলেতে কতো না ঘাট আছে
কেনো গো নাউ বাইতে আইলা এই ঘাটেরি কাছে
🙋♂️ছেলেঃ তুমি কেনো অন্য কোথাও যাও না নাগরি
এই ঘাটেতেই ঝাঁপদেয় কেনো তোমার ঘাগরি
🙋♀️মেয়েঃ ওরে বিনদেশী নগর তোমার নাইকি প্রাণে ডর
সাজা দেবো পঞ্চায়েত ডাকিয়া রে...
তোমায় সাজা দেবো পঞ্চায়েত ডাকিয়া
🙋♂️ছেলেঃ আমায় দোষো অকারণ বলো করি কি এখন
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া রে...
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া
Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
🙋♂️ছেলেঃ জেল দাও ফাঁসি দাও কি আসে যায় তাতে
বড় সুখের ধন যে পাইলাম, তোমারি সাক্ষাতে
Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
আরে জেল দাও ফাঁসি দাও কি আসে যায় তাতে
বড় সুখের ধন যে পাইলাম, তোমারি সাক্ষাতে
🙋♀️মেয়েঃ তোমার কথার চাতুরিতে যায়রে আমার বেলা
রাখো তোমার মন বোলানি রঙ্গ তামাশার খেলা
🙋♂️ছেলেঃ লোকে খেলা যারে কয়
আহা সত্যি যদি হয়
ধন্য হবো মরণে মরিয়া রে...
ধন্য হবো মরণে মরিয়া
🙋♀️মেয়েঃ আমার কাঙ্কের কলসী জলে গেলো রে ভাসি
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে...
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া
🙋♂️ছেলেঃ আমায় দোষো অকারণ, বলো করি কি এখন
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া রে...
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া
🤭🤭 যবনিকা 🤭🤭