তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
কোন দিনও কইরো না গো
তুমি বন্ধু পর
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
কোন দিনও কইরো না গো
তুমি বন্ধু পর
তোমার এতো ভালোবাসা আমি
বলো কোথায় রাখি
বুকের খাচায় বন্দি থেকো
ওগো অবুঝ পাখি
তোমার এতো ভালোবাসা আমি
বলো কোথায় রাখি
বুকের খাচায় বন্দি থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ধরে করিব আদর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
কোন দিনও কইরো না গো
তুমি বন্ধু পর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
কোন দিনও কইরো না গো
তুমি বন্ধু পর