menu-iconlogo
huatong
huatong
avatar

Jau pakhi bolo tare

Sagarhuatong
(ち丹ム丹尺)huatong
بول
ریکارڈنگز
Song :সোনার পালঙ্কের ঘরে

Singer : Krishna Koli

......

.....

....

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…II

......

.....

....

[UPLODED BY SAGAR]

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,

এপার ওপার কোন পার একা

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,

এপার ওপার কোন পার একা

যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে…

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

......

.....

....

[UPLODED BY SAGAR]

মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,

মনে বন্ধু বড় আসা

মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,

মনে বন্ধু বড় আসা

যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,

চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে II

Sagar کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے