গানঃ তোমরা কুঞ্জ সাজাও গো
শিল্পীঃ সেলিম চৌধুরী
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
মনে চায় দিলে চায়
মনে চায় দিলে চায়
প্রাণে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে
যৌবনের বসন্তে এ মন...
যৌবনের বসন্তে এ মন
থাকতে চায় না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে
আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে
সাজাও গো ফুলের বিছানা..
সাজাও গো ফুলের বিছানা
পবিত্র অন্তরে
তোমারা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আসলেও আসতে পারে ভরসা অন্তরে
আসলেও আসতে পারে ভরসা অন্তরে
করিমে কয় পাইলে কি আর...
করিমে কয় পাইলে কি আর
ছাইড়া দিতাম তারে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো...
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
মনে চায় দিলে চায়
মনে চায় দিলে চায়
প্রাণে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো..
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
সমাপ্ত
ধন্যবাদ সবাইকে