menu-iconlogo
huatong
huatong
sandhya-mukhopadhyay-ami-tar-cholonay-cover-image

Ami tar cholonay

Sandhya Mukhopadhyayhuatong
shiftfoxhuatong
بول
ریکارڈنگز
আমি তার ছলনায় ভুলবো না....

কাজ নেই আর আমার ভালোবেসে

কাজ নেই আর আমার ভালোবেসে

চোখে জল নিয়ে দিন গুনবো না

কাজ নেই আর আমার ভালোবেসে

কাজ নেই আর আমার ভালোবেসে

পোড়া মন জ্বালাতন করে যা করুক

পোড়া মন জ্বালাতন করে যা করুক

লোক লাজ ভয়ে টলবো না

ক্ষমা করো বলে সাধে যে সাধুক

ক্ষমা করো বলে সাধে যে সাধুক

আমি মিষ্টি কথায় গলবো না

অজুহাত কোনো আর শুনবো না

কাজ নেই আর আমার ভালোবেসে

কাজ নেই আর আমার ভালোবেসে

ভেঙে যায় যদি মন কাঁচেরই মতন

ভেঙে যায় যদি মন কাঁচেরই মতন

জোড়া দিলেও দাগ ঘুচবে না

কপালের যা লিখন থাকে আজীবন

কপালের যা লিখন থাকে আজীবন

শত চেষ্টাতেও মুছবে না

সোজা পথ ছাড়া আর চলবো না

কাজ নেই আর আমার ভালোবেসে

কাজ নেই আর আমার ভালোবেসে

আমি তার ছলনায় ভুলবো না....

কাজ নেই আর আমার ভালোবেসে

কাজ নেই আর আমার ভালোবেসে

Sandhya Mukhopadhyay کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے