হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে জোড়া
হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে জোড়া।
সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী
সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী
কবে দিবে গো উড়া ওসাঁইজি
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে জোড়া
হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে জোড়া।
সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী
সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী
কবে দিবে গো উড়া ওসাঁইজি
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
Track Arranged___Hridoy
দন্ত পড়িবে কেশও পাকিবে
জৈবন পড়িয়া যাবে ভাটি
দন্ত পড়িবে কেশও পাকিবে
জৈবন পড়িয়া যাবে ভাটি
দিনে দিনে খসিয়া পড়িবে
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি ওসাঁইজি
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
Track Arranged___Hridoy
বাল্য কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্গো রসে ..
বাল্য কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্গো রসে
বৃদ্ধ কাল গেলো ভাবিতে চিন্তিতে
বৃদ্ধ কাল গেলো ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবি কোন কালে,ওসাইজী
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে জোড়া
হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে জোড়া।
সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী
সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী
কবে দিবে গো উড়া, ওসাঁইজি
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের
Track Arranged___Hridoy