menu-iconlogo
huatong
huatong
avatar

আমি এক যাযাবর by Sd Rubel

Sanjoy Kumar Dashuatong
🦋SdRubel-🌻🇫u200b🎶🇸u200bhuatong
بول
ریکارڈنگز
Everyone are most welcome to

Fearless Singers Family

গান ঃ আমি এক যাযাবর

এস ডি রুবেল

চারিদিকে কোলাহল,

অগনিত জনতার ভিডে,

সীমাহীন একাকীত্ব

আমাকে রয়েছে ঘিরে,

নিষ্টুর পৃথিবীটা নেয়না আমার খবর

ছিলো যতো মায়া মমতা

সব তাই দিয়েছি কবর।

পৃথিবীর খাতাতে লিখিয়েছি

আমারি নাম... তাই

যাযাবর ওহো যাযাবর

আমি এক যাযাবর, আমি এক যাযাবর।।

Uoloded by

Sanjoy Kumar Das

Fearless Singer's Family.

এখানে সবাই স্বার্থ বুঝে

আপন পর বুঝে না

তাই তো জীবন কাটছে একা

কাউকে যে ভালো লাগে না

এখানে সবাই স্বার্থ বুঝে

আপন পর বুঝে না

তাই তো জীবন কাটছে একা

কাউকে যে ভালো লাগে না।

গানকে আপন করে

ভেংগেছি ভুলে গড়া ঘর।

যাযাবর ওহো যাযাবর

আমি এক যাযাবর, আমি এক যাযাবর

Uoloded by

Sanjoy Kumar Das

Fearless Singer's Family

মনটা আমার চলে যেতে চায়

দুরের কোন অজানায়

যেখানে আর থাকবেনা কেউ

কষ্ট দেবে যে আমায়

মনটা আমার চলে যেতে চায়

দুরের কোন অজানায়

যেখানে আর থাকবেনা কেউ

কষ্ট দেবে যে আমায়

পাখিদের গান শুনে

ভুলে রবো এই খেলাঘর

যাযাবর ওহো যাযাবর

আমি এক যাযাবর, আমি এক যাযাবর

চারিদিকে কোলাহল,

অগনিত জনতার ভিডে,

সীমাহীন একাকীত্ব

আমাকে রয়েছে ঘিরে,

নিষ্টুর পৃথিবীটা নেয়না আমার খবর

ছিলো যতো মায়া মমতা

সব তাই দিয়েছি কবর।

পৃথিবীর খাতাতে লিখিয়েছি

আমারি নাম... তাই

যাযাবর ওহো যাযাবর

আমি এক যাযাবর, আমি এক যাযাবর।।

ধন্যবাদ সবাইকে।

Sanjoy Kumar Das کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے