menu-iconlogo
huatong
huatong
avatar

UDASHI SHON

SANTUhuatong
SANTU(আদৃত)❤️149321huatong
بول
ریکارڈنگز
WELCOME

ROOM ID 149321

কি করে বলি বল

কোন ব্যথায় মন পাথর,

কি করে মুছি বল,

চোখের জল আজকে তোর।

তারারা কাঁদে ভরা বিষাদে

ফিরে তাকানো বারণ,

কেন জানি না, হাত ছাড়ি না

তোকে বাঁধছি অকারণ।

ওরে ও উদাসী শোন

খুঁজে নে ফেরারি কোন,

তোকে দুঃখ দিতে চায়না আমার মন।

কি করে মুছি বল,

চোখের জল আজকে তোর।

যদি কথা দি, দেব সবকিছুই

যা কিছু তোকে দেওয়া যায়,

সারারাত ধরে, মায়া বন্দরে

তোকে রাখবো আজ পাহারায়।

দিশেহারা দিন, স্বপ্নে রঙীন

খুঁজে আবদারের মানে,

মায়াবী প্রহর, আর এই শহর

একাকী অভিমানে।

ওরে ও উদাসী শোন

খুঁজে নে ফেরারি কোন,

তোকে দুঃখ দিতে চায়না আমার মন।

কি করে মুছি বল,

চোখের জল আজকে তোর।

THANK YOU

SANTU کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے