>>কণ্ঠশিল্পী<<<
>এস,ডি রুবেল<
তুমি আমার মন পবনের নাও
তুমি আমার মন পবনের নাও
তুমি আমার মন পবনের নাও
তুমি আমার মন পবনের নাও
উড়িয়ে দেব প্রেমের বাদাম
যদি তুমি চাও…
উড়িয়ে দেব প্রেমের বাদাম
যদি তুমি চাও…
তুমি আমার মন পবনের নাও…।
সোনালী সকালে দুজন
জাগবো পাখির গানে…
ঢেউয়ের বুকে রোদের ঝিলিক
দোলা দেবে প্রাণে…।
সোনালী সকালে দুজন
জাগবো পাখির গানে…
ঢেউয়ের বুকে রোদের ঝিলিক
দোলা দেবে প্রাণে…
নোনা জলে হাত ভিজাবো
গোধূলিতে মন রাঙ্গাবো
নোনা জলে হাত ভিজাবো
গোধূলিতে মন রাঙ্গাবো
রাঙ্গা রোদির টিপ পরাবো
যদি তুমি চাও…
তুমি আমার মন পবনের নাও…।।
ও,ও,ও…ও…ও…
ও,ও,ও…ও…ও…
ও,ও,ও…ও…ও…
ও,ও,ও…ও…ও…
পূবালী বাতাসের টানে
ভাসবো অথৈ জলে…
অচিন দ্বীপে ঘর বানাবো
তুমি আমি মিলে…।
পূবালী বাতাসের টানে
ভাসবো অথৈ জলে…
অচিন দ্বীপে ঘর বানাবো
তুমি আমি মিলে…।
ঝিঝির ডাকা রাত দুপুরে
জোয়ার ভাটা সঙ্গী করে…
ঝিঝির ডাকা রাত দুপুরে
জোয়ার ভাটা সঙ্গী করে…
ভালোবাসার গান শোনাবো
যদি তুমি চাও…।।
তুমি আমার মন পবনের নাও
তুমি আমার মন পবনের নাও
তুমি আমার মন পবনের নাও
তুমি আমার মন পবনের নাও
উড়িয়ে দেবো প্রেমের বাধাম
যদি তুমি চাও…
উড়িয়ে দেবো প্রেমের বাধাম
যদি তুমি চাও…
তুমি আমার মন পবনের নাও
তুমি আমার মন পবনের নাও।
ও,ও,ও…ও…ও…
ও,ও,ও…ও…ও…
ও,ও,ও…ও…ও…
ও,ও,ও…ও…ও…।।
((ধন্যবাদ সবাইকে))