menu-iconlogo
huatong
huatong
avatar

Er Beshi Valobasha Jay Na - Duet

Shafiq Tuhin/Aurinhuatong
redalfohuatong
بول
ریکارڈنگز
চোখ মেললেই দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

চোখ মেললেই দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই

যত ভালোবাসা পৃথিবীতে আছে

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায় না

ও আমার জান পাখি ময়না

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায় না

ও আমার প্রাণ পাখি ময়না

সূর্যের বুকে আছে যতটা আলো

তারও বেশি তোমাকে বেসেছি ভালো

রাত যত ভরে থাক আঁধার কালোয়

আলোকিত হতে চাই তোমার আলোয়

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায় না

ও আমার প্রাণ পাখি ময়না

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায় না

ও আমার প্রাণ পাখি ময়না

একটিও পলক একাকী তুমিহীনা

চেনা চেনা লাগে সবই অচেনা

ও রাত যত ভরে থাক আঁধার কালোয়

আলোকিত হতে চাই তোমার আলোয়

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায় না

ও আমার জান পাখি ময়না

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায় না

ও আমার প্রাণ পাখি ময়না

চোখ মেললেই দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই

যত ভালোবাসা পৃথিবীতে আছে

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায় না

ও আমার জান পাখি ময়না

ভালোবাসি বড় ভালোবাসি

এর বেশি ভালোবাসা যায় না

ও আমার প্রাণ পাখি ময়না

Shafiq Tuhin/Aurin کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے