menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah-ektara-tui-desher-kotha-cover-image

Ektara Tui Desher Kotha

Shahnaz Rahmatullahhuatong
neesharodhuatong
بول
ریکارڈنگز
কন্ঠঃ শাহনাজ রহমতুল্লাহ

কথাঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরঃ আনোয়ার পারভেজ

একতারা তুই দেশের কথা

বলরে এবার বল

আমাকে তুই বাউল করে

সঙ্গে নিয়ে চল

জীবন মরণ মাঝে

তোর সুর যেন বাজে

জীবন মরণ মাঝে

তোর সুর যেন বাজে

একতারা তুই দেশের কথা

বলরে এবার বল

আমাকে তুই বাউল করে

সঙ্গে নিয়ে চল

একটি গানে আমি শুধু

গেয়ে যেতে চাই

বাংলা আমার, আমি যে তার

আর তো চাওয়া নাই রে

আর তো চাওয়া নাই....

একটি গানে আমি শুধু

গেয়ে যেতে চাই

বাংলা আমার, আমি যে তার

আর তো চাওয়া নাই রে

আর তো চাওয়া নাই

প্রাণের প্রিয় তুমি

মোর সাধের জন্মভূমি

প্রাণের প্রিয় তুমি

মোর সাধের জন্মভূমি

একতারা তুই দেশের কথা

বলরে এবার বল

আমাকে তুই বাউল করে

সঙ্গে নিয়ে চল

একটি কথাই শুধু আমি

বলে যেতে চাই

বাংলায় আমার সুখে দুখে

হয় যেন গো ঠাই রে

হয় যেন গো ঠাই...

একটি কথাই শুধু আমি

বলে যেতে চাই

বাংলায় আমার সুখে দুখে

হয় যেন গো ঠাই রে

হয় যেন গো ঠাই

তোমায় বরণ করে

যেন যেতে পারি মরে

তোমায় বরণ করে

যেন যেতে পারি মরে

একতারা তুই দেশের কথা

বলরে এবার বল

আমাকে তুই বাউল করে

সঙ্গে নিয়ে চল

জীবন মরণ মাঝে

তোর সুর যেন বাজে

জীবন মরণ মাঝে

তোর সুর যেন বাজে

একতারা তুই দেশের কথা

বলরে এবার বল

আমাকে তুই বাউল করে

সঙ্গে নিয়ে চল

Shahnaz Rahmatullah کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے