M সাথীরে খুজি তোমায়,শুধু আমি
সাথীরে ডাকি তোমায়,এসো তুমি
সকাল ভাল লাগেনা...
বিকেল ভাল লাগেনা
রাত্রী ভাল লাগেনা
তুমি ছাড়া..তুমি ছাড়া..তুমি ছাড়া
F আকাশ ভাল লাগেনা...
বাতাশ ভাল লাগেনা
কিছুই ভাল লাগেনা
তুমি ছাড়া..তুমি ছাড়া..তুমি ছাড়া
M তোমাকে না দেখে মন
হয় সারাক্ষন, দিশেহারা
F সাথীরে খুজি তোমায়,শুধু আমি
M তুমি পাশে না থাকলে কোন আশা নেই
দূরে আমাকে রাখলে ভালবাসা নেই,,
F ও তুমি পাশে না থাকলে কোন আশা নেই
দূরে আমাকে রাখলে ভালবাসা নেই,,
M জোসনা ভাল লাগেনা
বৃষ্টি ভাল লাগেনা
একলা ভাল লাগেনা
তুমি ছাড়া..তুমি ছাড়া..তুমি ছাড়া
F তোমাকে না দেখে মন হয় সারাক্ষন,দিশেহারা
M সাথীরে খুজি তোমায়,শুধু আমি.....
M মনের বাগানে তুমি,প্রথম প্রেমের ফুল
তুমি হারিয়ে গেলে,বেঁচে থাকাই ভুল........
গান শেষে অবশ্যই একটি লাইক দিবেন
F ও মনের বাগানে তুমি,প্রথম প্রেমের ফুল
তুমি হারিয়ে গেলে,বেঁচে থাকাই ভুল
M স্বপ্ন ভাল লাগেনা
ভাবতে ভাল লাগেনা
জীবন ভাল লাগেনা
তুমি ছাড়া..তুমি ছাড়া..তুমি ছাড়া
F তোমাকে না দেখে মন হয় সারাক্ষন,দিশেহারা
M সাথীরে খুজি তোমায়,শুধু আমি
সাথীরে ডাকি তোমায়,এসো তুমি
F সকাল ভাল লাগেনা
বিকেল ভাল লাগেনা
রাত্রী ভাল লাগেনা
তুমি ছাড়া..তুমি ছাড়া..তুমি ছাড়া
M আকাশ ভাল লাগেনা
বাতাশ ভাল লাগেনা
কিছুই ভাল লাগেনা
তুমি ছাড়া..তুমি ছাড়া..তুমি ছাড়া
F তোমাকে না দেখে মন হয় সারাক্ষন,দিশেহারা
M সাথীরে খুজি তোমায়, শুধু আমি.........