menu-iconlogo
huatong
huatong
shakib-khan-duti-mone-lege-geche-jora-cover-image

Duti Mone Lege Geche Jora

Shakib khanhuatong
themanoo1huatong
بول
ریکارڈنگز
মেয়ে: রু...রু...রু..রু রু

লা...লা... লা...লা... লা

দুটি মনে লেগে গেছে জোড়া...

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

ছেলে: দুটি মনে লেগে গেছে জোড়া...

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

মেয়ে: হৃদয়ে তোমার আমি

বসতি গড়ে..

মন চায়,চিরদিনই থাকি...

বুকটা খোদাই করে, রক্ত দিয়ে

এ বুকে তোমার ছবি আঁকি

ছেলে: হৃদয়ে তোমার আমি

বসতি গড়ে..

মন চায়,চিরদিনই থাকি...

বুকটা খোদাই করে,রক্ত দিয়ে

এ বুকে তোমার,ছবি আঁকি

মেয়ে: এতো প্রেম নয়,ফুলেরই বাগান

তুমি যে প্রাণের ফুলোও তোড়া

ছেলে: দুটি মনে লেগে গেছে জোড়া..

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

মেয়ে: ছোট্ট জীবন আর

এতো বড়ো প্রেম

ফুরাবেনা,এ জীবনে জানি

ওপারে গিয়ে আমি,আবারও তোমায়

নেবো যে আমার কাছে টানি

ছেলে: ছোট্ট জীবন আর

এতো বড়ো প্রেম

ফুরাবেনা,এ জীবনে জানি

ওপারে গিয়ে আমি,আবারও তোমায়

নেবো যে আমার,কাছে টানি

মেয়ে: তোমারই প্রেমের

রাঙতা পাতায়

আমারই জীবন যেন মোড়া

দুটি মনে লেগে গেছে জোড়া...

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

ছেলে: দুটি মনে লেগে গেছে জোড়া..

দুটি বুকে একই জ্বালা পোড়া...প্রেম

এমনই তো হয়,এমনই তো হয় প্রেম

এমনই তো হয়,এমনই তো হয়

সমাপ্ত

Shakib khan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے