menu-iconlogo
huatong
huatong
shakti-thakur-ogo-bou-cover-image

Ogo Bou

Shakti Thakurhuatong
rogerfilldshuatong
بول
ریکارڈنگز
ওগো বউ, নিজেই তুমি ডুবলে নিজের পাপে

আঁচলের চাবিকাঠি ঢোকাতে পারলে না তো খাপে

ওগো বউ, নিজেই তুমি ডুবলে নিজের পাপে

এই চাবিকাঠি এ সংসারে আসল নাটের গুরু

বুঝলে?

এই চাবিকাঠি এ সংসারে আসল নাটের গুরু

একে ঘিরে হিংসে-জ্বালা, সব নাটকের শুরু

বসে বুড়ো আঙুল চোষো তুমি এখন অনুতাপে

বসে বুড়ো আঙুল চোষো তুমি এখন অনুতাপে

আঁচলের চাবিকাঠি ঢোকাতে পারলে না তো খাপে

ওগো বউ, নিজেই তুমি ডুবলে নিজের পাপে

এখন যতই তুমি জ্বলে মরো, বড় বউকে হিংসে করো

মরবে না তো গরু তোমার শকুনের শাপে

এখন যতই তুমি জ্বলে মরো, বড় বউকে হিংসে করো

মরবে না তো গরু তোমার শকুনের শাপে

যার আঁচলেতে মানায় চাবি, তার আঁচলেই বাজুক

বুঝলে মা?

যার আঁচলেতে মানায় চাবি, তার আঁচলেই বাজুক

তার লক্ষ্মী-শ্রীতে সংসারটা ফুলে ফলে সাজুক

কেন উঠতে তুমি পারলে না গো সিঁড়িরই শেষ ধাপে?

কেন উঠতে তুমি পারলে না গো সিঁড়িরই শেষ ধাপে?

আঁচলের চাবিকাঠি ঢোকাতে পারলে না তো খাপে

ওগো বউ, ওগো বউ, নিজেই তুমি ডুবলে নিজের পাপে

ওগো বউ, নিজেই তুমি ডুবলে নিজের পাপে

Shakti Thakur کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے