menu-iconlogo
huatong
huatong
avatar

Niom Bujhi Nai

Sharmin-Sultana-Shumihuatong
Shâwnel🔖huatong
بول
ریکارڈنگز
আলো তে যাই, আঁধারে যাই

গভীরে যাই, আমি অসহায়

ও যাযাবর কোথায় সে ঘর

আপনে পর থাকিনা পালাই

কোথায় বল যাই

নিয়ম বুঝি নাই

সাগর ভরা জলে

না ভাসতে জানি তাই,

কোথায় বল যাই

নিয়ম বুঝি নাই

সাগর ভরা জলে

না ভাসতে জানি তাই ।

দেহ পুড়ে

দেহ ভাঙে

দেহ জড় জড়

বেনু জলে জীবন ভাসে

আকাশ ঝর ঝর

মানুষ থেকে বড় মানুষ

আশা বড় বড়

ভালোবাসার হিসেব শূন্য

থেকে শূন্যতর

তোমায় ডাকি

জানা বাকি

কোথায় বল যাই

নিয়ম বুঝি নাই

সাগর ভরা জলে

না ভাসতে জানি তাই

কোথায় বল যাই

নিয়ম বুঝি নাই

সাগর ভরা জলে

না ভাসতে জানি তাই

সবুজ বাতি লাল বাতি

কখন যে যায় পাড়ে

যায় কেমনে যদি বল

আমায় সে না ছাড়ে

নিজের কিছু নয় জেনেও

সবিই নিজের ভাব

এমন ফাঁদে পাগল হয়ে

কোথায় বল যাব?

তোমায় ডাকি

শোনো নাকি

কোথায় বল যাই

নিয়ম বুঝি নাই

সাগর ভরা জলে

না ভাসতে জানি তাই

কোথায় বল যাই

নিয়ম বুঝি নাই

সাগর ভরা জলে

না ভাসতে জানি তাই ।।

Sharmin-Sultana-Shumi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے