menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Jonno nilche tara by

Shayan Chowdhury Arnobhuatong
nicole.hoanghuatong
بول
ریکارڈنگز
অর্ণব

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো

ভোরের রং রাতে মিশে কালো

কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো।

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো

ভোরের রং রাতে মিশে কালো

কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।

একমুঠো রোদ আকাশ ভরা তারা

ভেজা মাটিতে জলের নকশা করা..

মনকে শুধু পাগল করে ফেলে।

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা ।

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা ।

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।

একমুঠো রোদ আকাশ ভরা তারা

ভেজা মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।

একমুঠো রোদ আকাশ ভরা তারা

ভেজা মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে।

Shayan Chowdhury Arnob کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے