BEPOROA  
 Sheikh Sadi  
 Alvee  
 এই শহরে আবেগের জায়গা কেউ দেয় না 
স্বার্থ ছাড়া ভেতর ঘরে নামটা কেউ লেখে না। 
সময় থাকতে সময় তুমি রাইখো নিজের হাতে 
পরের আশায় ঝুলে রবা বাঁশ বাগানের ঝোপে। 
থাকলে দশ বারোটা, 
বিলাই সাজে বাঘ 
কলিজায় পানি থাকলে একলা লাগ 
মুখে শুধু বকবক কামে কিছু না 
সময় মতো তোর আবার জবান খুলে না 
আগে পিছে তুই আমার কত কথা কস 
সামনে আসলে কেন তবে হাতটা বাড়াস? 
আমি একটাই চিজ, একখানি জিনিস 
না শুনলে করবি এই ট্র্যাক টা মিস। 
আমি বড় বেপরোয়া, 
কারো ধার ধারি না 
নিয়ম নীতি সবই আমার, 
কারো বাপের খাই না। 
যাচ্ছে সময় যাক না 
রুটিন আমার লাগে না, 
যে যা ভাবে ভাবুক 
আমার আসে যায় না। 
আমি বড় বেপরোয়া... 
যাচ্ছে সময় যাক না... 
কন্ডিশনে চলে প্রেম, 
তার মাঝে লেনদেন, 
লাভ লসের অঙ্ক করে 
চলছে ভালোবাসার গেম। 
আমার যা বলার তা, আমি মুখের ওপর বলি 
তোর মতো পিঠ পিছে, দিই না গালি। 
আগে পিছু তুমি করো ঘোরাঘুরি 
কারণটা তুমি না বললেও জানি 
মতিগতি তোমার সবই জানা 
দুদিন পর কাম শেষে হইবা অচেনা 
তুমি কি ভাবো আমি কিছুই বুঝিনা 
আসল কথা, আমি তোমার পরোয়া করিনা। 
আমি বড় বেপরোয়া, কারোর ধার ধারি না 
নিয়ম নীতি সবই আমার, 
কারোর বাপের খাই না। 
যাচ্ছে সময় যাক না 
রুটিন আমার লাগে না, 
যে যা ভাবে ভাবুক 
আমার আসে যায় না। 
আমি বড় বেপরোয়া... 
যাচ্ছে সময় যাক না...