menu-iconlogo
huatong
huatong
avatar

pakhi re Tui shartoho por

Shimul Hasanhuatong
🕳️বেইমান_ভালবাসা🕳️huatong
بول
ریکارڈنگز
পাখিরে তুই স্বার্থপর

বুকের ভেতর বাইন্ধা ঘর

ছিড়িয়া খাইলি রে কলিজা,

নিঠুর পাখিরে?

ছিড়িয়া খাইলি রে কলিজা,

পাখিরে তুই স্বার্থপর

বুকের ভেতর বাইন্ধা ঘর

ছিড়িয়া খাইলি রে কলিজা,

নিঠুর পাখিরে?

ছিড়িয়া খাইলি রে কলিজা,

আদর দিলাম মানাইলাম পোষ

তাতে আমার ছিলো কি দোষরে

পাখি,,,,,

আদর দিলাম মানাইলাম পোষ

তাতে আমার ছিলো কি দোষ?

কার বা প্রেমে হইয়া বেহুশ,,,

কার বা প্রেমে হইয়া বেহুশ?

দিলে আমায় এ সাজা?

ছিড়িয়া খাইলি রে কলিজা,

নিঠুর পাখিরে?

ছিড়িয়া খাইলি রে কলিজা,

আদর সোহাগ দিয়া তোরে

বান্ধিয়া পিরিতের ডোরে রে

পাখি,,,,,?

আদর সোহাগ দিয়া তোরে

বান্ধিয়া পিরিতের ডোরে

প্রেম অনলে অঙ্গ পুড়ে,,,,

প্রেম অনলে অঙ্গ পুড়ে

বুঝিলাম প্রেমের মজা

ছিড়িয়া খাইলি রে কলিজা,

নিঠুর পাখিরে?

ছিড়িয়া খাইলি রে কলিজা,

নাই আর আশা নাই ভরসা

বিফল গেলো ভালবাসা রে

পাখি,,,,?

নাই আর আশা নাই ভরসা

বিফল গেলো ভালবাসা

পাগল জেবা কুল-বিন আশা

পাগল জেবা কুল-বিন আশা

মাথায় কলঙ্কের বোঝা

ছিড়িয়া খাইলি রে কলিজা,

নিঠুর পাখিরে?

ছিড়িয়া খাইলি রে কলিজা,

পাখিরে তুই স্বার্থপর

বুকের ভেতর বাইন্ধা ঘর

ছিড়িয়া খাইলি রে কলিজা

নিঠুর পাখিরে?

ছিড়িয়া খাইলি রে কলিজা,

নিঠুর পাখিরে?

ছিড়িয়া খাইলি রে কলিজা।

---------সুখি হও তুমি--------

Shimul Hasan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے