menu-iconlogo
huatong
huatong
avatar

Jadukor জাদুকর

Shironamhinhuatong
Star★Trackerhuatong
بول
ریکارڈنگز
Song: Jadukor (জাদুকর)

Band: Shironamhin

Country: Bangladesh

Year: 2017

JalTarang

room id#110474

কোনো এক ভোরে মুখোশের জাদুকর

কোনো অবসরে চুপিচুপি

বিষদাঁত, তারপর

বিপন্ন,

বিষন্ন,

তবু হার মেনে নিতে নয়

যুদ্ধ বা সন্ধিই পরিচয়

হারাইনি, খুন হয়েছি জাদুকর

ভেঙেছি, তবু নতজানু

বসে নেই, জাদুকর

শূন্য

করিডোরে

পদচিহ্ন রেখে যাই

আগামীর বার্তা জানাই ....

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি

যেন ক্লান্ত

জনতা

ভুলের মিছিলে

বিভ্রান্ত জাদুকর

হারিয়ে যায়

রহস্য আমায় ভাবায়

JalTarang

room id#110474

ভাবছো তুমি চুপচাপ শহরে

গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে

রক্তের দাগ

ছড়িয়ে দেবে

নিয়তির শরীরে,

বুকের পাঁজরে ..

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি

যেন ক্লান্ত

জনতা

ভুলের মিছিলে

বিভ্রান্ত জাদুকর

হারিয়ে যায়

রহস্য আমায় ভাবায়

JalTarang

room id#110474

কোনো এক ভোরে মুখোশের জাদুকর

কোনো অবসরে চুপিচুপি

বিষদাঁত, তারপর ....

Shironamhin کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Jadukor জাদুকর بذریعہ Shironamhin - بول اور کور