menu-iconlogo
huatong
huatong
avatar

Lal Sari Poriya লাল শাড়ি পড়িয়া কন্যা

Shohaghuatong
pennymac73huatong
بول
ریکارڈنگز
হুম.....হুম....হুম....

লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়

হুম.....হুম....হুম....

চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতে এই বুকে

ভুলব আমি এই কথা কেমনে

তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে

তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে

লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়

চার বেহারার পালকি কইরা যখনগেলা সামনেদিয়া

শেষ দেখাও দিলা না আমারে

ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে

তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে

তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে

লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়

হুম.....হুম....হুম....

Shohag کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Lal Sari Poriya লাল শাড়ি পড়িয়া কন্যা بذریعہ Shohag - بول اور کور