গান আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
গান আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
গানের সুরে সুরে
ডাকি আমি কারে
গানের সুরে সুরে
ডাকি আমি কারে
শুনিয়া রাখো যত বক্ত আশেকান
গানই আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
গানই আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
প্লিজ!কেউ কপি করবেন না।
বয়স যখন দশ এগার
বাবায় কয় স্কুলে পড়
সঙ্গের সাথী নিয়া তখন স্কুলে যাইতাম
বয়স যখন দশ এগার
বাবায় কয় স্কুলে পড়
সঙ্গের সাথী নিয়া তখন স্কুলে যাইতাম
স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে
স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে
জুরে সুরে মারতাম তখন বিচ্ছেদ গানে টান
গান আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
গান আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
প্লিজ!কেউ কপি করবেন না।
হলনা আর লেখা পড়া
মন গিয়াছে পাগল পাড়া
প্রথম জীবনে আমি যারে মন দিলাম
হলনা আর লেখা পড়া
মন গিয়াছে পাগল পাড়া
প্রথম জীবনে আমি যারে মন দিলাম
সে আমায় গিয়াছে ভূলে
আমি আর যাইনা স্কুলে
সে আমায় গিয়াছে ভূলে
আমি আর যাইনা স্কুলে
তার কারণে সবই গেল যাত কোলমান
গান আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
গান আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
গানের সুরে সুরে
ডাকি আমি কারে
গানের সুরে সুরে
ডাকি আমি কারে
শুনিয়া রাখো যত বক্ত আশেকান
গানই আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
গানই আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
গানই আমার জীবন রে ভাই
গানই আমার প্রান
ধন্যবাদ বন্ধুরা